আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:০৮
বিডি দিনকাল ডেস্ক :- চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসেন। কেন্দ্রের প্রবেশ দ্বারে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন সমর্থক তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় তারা স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় র্যাবের স্ট্রাইকিং ফোর্স। এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ওই সময় সেখান থেকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানা জায় নাই ।
এ বিষয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটুয়ারী বলেন, আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজী নামে একজনের নেতৃত্বে তারা আমার ওপর হামলা চালায়।
যদিও এমন অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোস্তফা জানান, আমার কোনো কর্মী সমর্থক তার উপর হামলা করেনি। সে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ তুলেছে। সে নির্বাচনের প্রথম থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে।
এ বিষয়ে ৪নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রনজিত কুমার বসু জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। হামলার ঘটনায় ভোটকেন্দ্রে কোনো প্রভাব পড়েনি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |