আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৮
নিজস্ব প্রতিবেদক :বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেছেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে মধ্যবর্তী নির্বাচনে হলে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দিতে হবে, তাহলেই সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। জনগন ভোট দিতে পারলেই মধ্যবর্তী নির্বাচনেই বিএনপি ক্ষমতায় আসবে।
আজ রবিবার ( ৭ এপ্রিল) ঢাকা উদ্যানে আদাবর থানা বিএনপির ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সবদিকেই সরকার মানুষের অভিযোগের মধ্যে রয়েছে।ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসবে।
তিনি বলেন, যে পর্যন্ত এ দেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে, সে পর্যন্ত এ এদেশে শান্তি নাই। তাই শান্তি কে ফিরে আনার জন্য, এদেশের মানুষের মুখে হাসি ফিরে আনার জন্য আমরা একটা নির্বাচন চাই।
আব্দুস সালাম বলেন, গত ২০১৮ সালের নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে যাইতে দেয়া হয়নি, আমি এই ঢাকা ১৩ আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে জনগনকে ভোট কেন্দ্রে যাইতে দেয়া হয়নি। তারপরও যতটুকু নির্বাচন হয়েছিল। সে ভোটে ও আমি জয় লাভ করেছিলাম। কিন্তু পাতানো উপায়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেছিল আওয়ামী লীগ।
আব্দুস সালাম বলেন, আজকে এই অবৈধ ফ্যাসিষ্ট সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নাই, বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ। এই জনগনই কিন্তু এই অবৈধ সরকারের পতন ঘটাতে পারে।
প্রধান বক্তা হিসেবে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন,গত ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, একতরফা ডামি নির্বাচন, সেই নির্বাচনে তারা নিজেরা নিজেরই সরকার গঠন করেছে। সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ বিনা ভোটে প্রত্যাখ্যান করেছে, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্রে কোন মানুষ ভোট দিতে যায়নি, সেটা আমরা সকলেই দেখেছি দৃশ্যমান এবং আমাদের তথ্য মতে, ২% মানুষ ও ভোট দিতে যায়নি এবং যারা আওয়ামী সমর্থক তারাও ভোট দিতে যায় নাই।
অনুষ্ঠান সঞ্চালনায় বক্তব্যে আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মনোয়ার হাসান জীবন বলেন, দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
আদাবর থানা বিএনপির আহবায়ক মোঃ নাছির উদ্দীন এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক মাসুম বাবুল ও মনোয়ার হাসান জীবনের পরিচালনায় অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুগ্মআহবায়ক মোঃ হানিফ ও ডা. মেহেদী হাসান মেহেদী।
ইফতার ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সোহেল রহমান, হাজী মোঃ ইউসুফ, এডভোকেট আফতাব উদ্দিন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |