আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:৩৪
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশের কোয়াডে অংশগ্রহণ নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এক বৈঠকে ব্যাখ্যা দেন তিনি। সোমবার চীনা রাষ্ট্রদূত মন্তব্য করেন, বাংলাদেশ কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট ক্ষতিগ্রস্ত হবে। এরপর এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এরমধ্যে চীনের উপহারের টিকা হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে আজ পদ্মায় যান চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠান শেষে পদ্মাতে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকে প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে কোভিড সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে কোয়াড নিয়ে তার মন্তব্যের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |