আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:০৫
বিডি দিনকাল ডেস্ক : রাজধানী মহাখালীর একটি খাবার হোটেল থেকে ঢাকা সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ বিএনপির ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম আজাদ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি বনানী থানা বিএনপির সাবেক সভাপতি।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, পুলিশকে মারধরে অভিযোগ আগে মামলা রয়েছে। গত মাসের কয়েকটি মামলায় তাদের গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু ,বনানী থানা যুবদলের সভাপতিও রয়েছে। এছাড়া তাদের মধ্যে পদধারী ১৭ জনকে আদালতে পাঠিয়ে রিমান্ডে আনার অনুমতি চাওয়া হবে।
তিনি বলেন, প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা এই মামলায় তাদের খুঁজছিলাম। এসব পলাতক আসামি একটি ফুড কোর্টে একত্রিত হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিল।
এদিকে বনানী থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কমিশনার আবুল কালাম আজাদ সহ গ্রেফতারকৃত সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক। নেতৃবৃন্দ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন ,এই গ্রেফতার খুবেই নিন্দাজনক । এই ধরণের মিথ্যা বানোয়াট মামলায় নেতা কর্মীদের গ্রেফতার করে এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না ।
আজাদ সহ গ্রেফতার কৃতদের মুক্তি না দিলে যে কোনো উদ্ভুদ্দ পরিস্থিতির সৃষ্ট হলে তা বিনা ভোটের সরকারকেই বহন করেত হবে ।
অন্যদিকে আজ দুপুরে থানা থেকে গ্রেফতারকৃত ৩২ জনকে রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম কোর্টে প্রেরণ করা হয়। দুই পক্ষের শুনানানি শেষে বিজ্ঞ আদালত প্রথম আসামি আবুল কালাম আজাদ, সহ প্রথম ৫ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সহ বাকিদের কারাগারে পাঠান এবং জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন । এই সময় কোর্ট চত্বরে বনানী থানা সহ উত্তর বিএনপির বিপুল সংখক নেতাকর্মী উপস্থি ছিলেন । সেই সময় নেতাকর্মীদের গ্রেফতার দাবি করে স্লোগান দেন ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |