আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৯
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্রঃমহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই নেত্রী নূপুর শর্মা এবং বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত মুসলিম নাগরিকরা, শনিবার বিকালে শহরে আলাদিন সুইটস অ্যান্ড ক্যাফের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বাংলাদেশি-আমেরিকান মুসলিমের সঙ্গে অংশ গ্রহন করেন পাকিস্তানি, ইরাক, ইরান ও ফিলিস্তিসহ বিভিন্ন দেশের কয়েক হাজার মুসলিম নাগরিক বিভিন্ন প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে নিয়ে নারী ও শিশুরাও বিক্ষোভে অংশ নেয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারা শান্তিপুর্ন ভাবে বিক্ষোভ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননা বিশ্বের মুসলিমরা মেনে নিতে পারে না, এই অবমাননাকর মন্তব্য পুরো মুসলিম জাতির অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করেছে। বিজেপি নেতা-নেত্রীকে গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যদি ভারত সরকার এই ঘটনার সঠিক বিচার না করে ভারতীয় পণ্য ব্যবহার বর্জনসহ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ডেট্রয়েট আল ফালাহ মসজিদ-এর খতিব মাওলানা আবদুল লতিফ, সঞ্চালনা করেন ওয়ারেন ইসলামিক সেন্টারের ইমাম ফকরুল ইসলাম, বক্তব্য রাখেন স্টেট রিপ্রেজেনটেটিভ আব্রাহাম আয়াস, হ্যামট্রাম্যাক সিটি মেয়র আমির গালিব, প্রোটেম মেয়র কামরুল হাসান, কাউন্সিলম্যান নাঈম লিওন চৌধুরী, কাউন্সিলম্যান আল সুমারি, কংগ্রেস প্রার্থী হুয়াইদা আরফি, জুবায়ের আহমেদ, মাওলানা আবু সিদ্দিক, হাফিজ রায়হান উদ্দিন, ইমাম জিনদানী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা রেদুয়ান আহমেদ, মাওলানা আবুল কাসেম সহ অনেকে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |