আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৮
নোয়াখালী:-সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের হলের সিট বাতিল করা হয়েছে।
শিক্ষার্থীরা হল- নোবিপ্রবির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইএসডিএম বিভাগের প্রতীক মজুমদার ও ফার্মেসি বিভাগের দীপ্ত পাল।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতীক মজুমদার ও দীপ্ত পাল তাদের ফেসবুক আইডি থেকে মহানবী হজরত মুহাম্মদ (স.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে; যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং বাংলাদেশ সরকারের আইন মোতাবেক দণ্ডনীয় অপরাধ। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে বুধবার বিকালে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ডের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী দুই ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়।
একই সঙ্গে ওই দুই ছাত্রকে কেন স্থায়ীভাবে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হবে না, তা জানতে চেয়ে আগামী ২ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার বরাবর কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |