আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৩
কামরুল হাসান বাবলু :- বাংলাদেশের ৫১ তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুয়েতের হিজিল রিসোর্ট’র হল রুমে গত ৩১ মার্চ বৃহস্পতিবার ।।
পবিত্র কুরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে অনুষ্ঠান এর আনুষ্ঠানিকতা শুরু হয় ।কোরআন তেলোয়াত করেন বিএনপি নেতা হোসেন মোল্লা।
মহান স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) সহ স্বাধীনতার আন্দোলনে অংশগ্রহনকারী সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এর আলোচনা সভায় কুয়েত বিএনপির নির্বাচিত সভাপতি মাহফুজুর রহমান মাহফুজের সভাপতিত্বে ঢাকা থেকে ভার্চুয়াল সংযোগে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বর রায় ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন,বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা,সাবেক ডিপুটি মেয়র আব্দুস সালাম ।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ ) শামা ওবায়েদ রিংকু,সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) এড. আব্দুস সালাম, বিএনপির কেন্দ্রীয়ও নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।।
অনুষ্ঠানে বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ মোস্তফার সঞ্চালনায় আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,বিএনপি কুয়েত শাখার সাবেক সহ-সভাপতি আল-আমিন চৌধুরী স্বপন,কুয়েত বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান শামস ,বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দল কুয়েত শাখার ভারপ্রাপ্ত সভাপতি মনির আহম্মেদ মনির, বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন ইকবাল ,হান্নান মজুমদার, সৈয়দ নওশেদ ,যুবদল নেতা ইলিয়াস চৌধুরী ,মোহাম্মদ নাসির ,সাজাহান সবুজ প্রমুখ।।
অনুষ্ঠানে বক্তারা মহান স্বাধীনতার তাৎপর্য তুলে ধরে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন ,এখন এই দেশ পরাধীন রয়ে গিয়েছে। নব্য বাকশালীদের কাছে দেশ ও দেশের জনগণ জিম্মি । ৭৪ এর দুর্ভিক্ষ আবার দেখা দিয়েছে । দেশের ও দেশের জনগণের মুখের ভাষা তারা আজ কেড়ে নিয়েছে ।দেশ বিদেশে সকল জাতীয়তাবাদী সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে ।গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের নেতা ,আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অচিরেই আরেকটি যুদ্দের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে ।
বক্তারা আরও বলেন, আজ শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপির লাখ লাখ নেতা কর্মী,রাতের ভোটের আওয়ামী সরকারের হাত হতে দেশ কে রক্ষা করার জন্য, জনগণের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশে প্রবাসে এক্য বদ্ধ ভাবে কাজ করে যেতে হবে। আজ সকল ভেদাভেদ ভুলে, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে,এই গনবিরোধী সরকারের বিরুদ্ধে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে আন্দোলন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ও দেশ- প্রবাসে সকল বাংলাদেশী জনগণের কল্যাণ এবং মুক্তি যুদ্ধ সহ আন্দোলনে মৃত্যু বরণকারী সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় ।
এদিকে অনুষ্ঠানে আলোচনা পর্বের পর পরেই প্রবাসী বাংলাদেশী এক দল শিল্পী সংগীত পরিবেশন করেন ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |