আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৪
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ- মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযানে নেমেছে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ। শুক্রবার বিকেলে হাইওয়ে পুলিশের একটি টিম শৈলকুপার গাবলা নামক স্থানে মহাসড়কে এ অভিযান পরিচালনা করে। এসময় অতিরিক্ত গতিতে চলা বেপরোয়া যান ও ঝুকিপূর্ন এবং মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটক করে মামলা দেয়া হয়। এছাড়াও স্পিডগান দিয়ে অতিরিক্ত গতিতে চলা যানবাহনের গতি নির্ণয় করে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হাইওয়ে পুলিশ। সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ এস,আই আসিফ ইকবাল। অভিযান শেষে তিনি জানান, অতিরিক্ত গতিতে চলা বেপরোয়া যান ও ঝুকিপূর্ন এবং মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটক করে মামলা দেয়া হবে। এছাড়াও স্পিডগান দিয়ে অতিরিক্ত গতিতে চলা যানবহনের গতি নির্ণয় করে তাদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার দায়িত্বে থাকা ঝিনাইদহ সদর ও শৈলকুপার অন্তর্গত মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |