আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৩৪
ফেনী : ‘এত খুঁজলাম কেউ খাবার দিল না’— এমন আক্ষেপ করা মহিপাল শহরের ট্রাংক রোডের সেই পাঁচজন তরুণকে খুঁজে বের করে তাদেরকে ত্রাণ-সামগ্রী দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমানের নির্দেশনায় ওই পাঁচ তরুণকে খুঁজে বের করা হয়। এরপর তাদেরকে তাৎক্ষণিকভাবে খাওয়ানো এবং তাদের পরিবারের জন্য অতিরিক্ত ত্রাণ-সামগ্রী দেয় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, “ফেনীর বন্যা পরিস্থিতি: এত খুঁজলাম কেউ খাবার দিল না”— এই শিরোনামে গতকাল সোমবার ‘দৈনিক প্রথম আলো পত্রিকা’ তাদের অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি পড়েন লন্ডনে থাকা ডাঃ জুবাইদা রহমান। এরপর তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন ফেনীর মহিপালের ওই অভুক্ত পাঁচ তরুণকে খুঁজে বের করার। অতঃপর আজ মঙ্গলবার (আগস্ট ২৭, ২০২৪) সকালে তাদেরকে খুঁজে বের করে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
প্রসঙ্গত, খাবারের খোঁজে বেরিয়ে পড়া আবদুল আল আজাদের বাড়ি বালিগাঁওয়ের সুন্দরপুরে। ওই গ্রামের বাসিন্দা শাহাদাত হোসেন, শেখ রাহাত, সিফাত হোসেন ও আবদুর রহমান—কেউ চাকরিজীবী, কেউ শিক্ষার্থী। তাঁরা ঘরবাড়ি ডুবে যাওয়ায় পরিবারের অন্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে ওঠেন।
আজাদ গণমাধ্যমকে জানান, তাঁদের গ্রামে পানি অনেক বেশি ছিল। আশ্রয়কেন্দ্র থেকে কেউ বের হতে পারেননি। ত্রাণ নিয়েও কেউ যায়নি সেখানে। গতকাল পানি কমে যাওয়ার পর খাবার খুঁজতে তাঁরা বের হন।
ফেনী সদর উপজেলার বালিগাঁও থেকে পাঁচজনের একটা দল ত্রাণের জন্য মহিপাল শহরে বসে ছিল। ত্রাণবাহী ট্রাক এলে তারা হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু তিন ঘণ্টা চেষ্টা করেও লাভ হয়নি। কোনো ট্রাকই থামেনি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |