আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:০৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির হাতে ৫ জন আটক হয়েছেন। সোমবার দুপুরে মহেশপুরের লেবুতলা ও জীবননগর উপজেলার করিমপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার লেবুতলা গ্রামের সরকারি প্রাইমারি স্কুল এলাকা থেকে বাংলাদেশী নাগরিক চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার গোপালঘাটা গ্রামের মোঃ নুরুল আলমের ছেলে মোঃ আব্দুর রহিম (২২) কে আটক করা হয়। অন্যদিকে জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার করিমপুর বাজার থেকে বাংলাদেশী নাগরিক মাগুড়া জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) ও নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩) কে আটক করা হয়। তারা সবাই বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |