স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ–ঝিনাইদহ সীমান্তে দালালসহ অবৈধ পারাপারকারী এক নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। আজ ভোরে মহেশপুর উপজেলার সীমান্ত পলিয়ানপুর এলাকার রায়পুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- খুলনা জেলার কামারগাতি গ্রামের রেজাউল মোল্লার মেয়ে কাকলি খাতুন (৩০) এবং দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)। ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপির রায়গ্রাম মাঠ থেকে ভারতগামী একজন নারী ও সহায়তাকারী এক দালালকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপার এবং সহয়তার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |