আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪২
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-সীমান্তে নারী ও শিশু পাচারকারী দালালের মাধ্যমে ৪০ হাজার টাকার চুক্তিতে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় রাতের অন্ধকারে এক নারীকে (৩৫) দল বেধে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। ৪ জন দালাল মিলে ঐ নারীকে ধর্ষনের চেষ্টা করে তারা। পরে তারা ধর্ষনে ব্যর্থ হয়ে ঐ নারীর কাছে থাকা ৪৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। এ ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের পদ্মকুপুর গ্রামের মাঠের মধ্যে। এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মহেশপুর থানায় ৪জন নারী ও শিশু পাচারকারী দালালের নামে ঐ নারী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বাদির স্বামী বিল্পব বিশ্বাস জানান, আমি,আমার স্ত্রী,মা,বাবা,ভাই ও আমার দু’সন্তান নিয়ে দালালদের সাথে ৪০ হাজার টাকার চুক্তিতে ভারতে যাচ্ছিলাম। ভারতে যাওয়ার পথে সামান্ত এলাকায় রাতে পৌছালে দালালরা আমাদেরকে বলে এক এক করে আমরা আপনাদের সীমান্ত পার করবো। এ কথা বলার পর আমার স্ত্রীকে তারা নিয়ে যায়। তিনি আরো জানান, আমার স্ত্রীকে নিয়ে যাওয়ার মাত্র ৫ মিনিটের মধ্যে আমি আমার স্ত্রীকে আর খুজে পাইনি। পরে আমি ও আমার ভাই এলাকাবাসীর সহযোগীতায় বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে আমার স্ত্রীকে একটি ভূট্টা ক্ষেতের মধ্যে খুঁজে পাই। ততক্ষনে তারা আমার স্ত্রীর কাছে থাকা ৪৭ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় ৪ দালাল। শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার হাফেজ মোহাম্মদ মাওলা জানান, রাতে আমরা যখন যানতে পারি এক নারীতে পাচারকারী দালালরা নিয়ে গেছে তখন আমরা এলাকার মাঠ ও মাঠের ক্ষেত গুলোতে খোজা খুজির এক পর্যায়ে একটি ভূট্টা ক্ষেতের মধ্যে থেকে ঐ নারীকে উদ্ধার করি। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ৪ জন আসামীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। তবে তদন্তের সার্থে আসামীদের নাম দেওয়া সম্ভব হচ্ছেনা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |