আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৫২
এস, এম, মনির হোসেন জীবন -গাজীপুরের টঙ্গী মিল গেইট বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে ৪০ কেজি (একমণ) অবৈধ গাঁজা সহ মাদককারবারি চক্রের তিন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ হাসান শিহাব (২৭), মোহাম্মদ হোসেন (২৫) ও মোঃ আনোয়ার হোসেন (৫০)।
আজ বুধবার রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর সহকারী পরিচালক এবং সহকারী পুলিশ সুপার মো, নোমান আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলিট ফোর্স র্যাব-১, উত্তরার একটি দল গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক টঙ্গী মিল গেইট বাসস্ট্যান্ড সংলগ্ন মোস্তফা অটো ইলেকট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এক মণ নিষিদ্ধ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এএসপি নোমান আহমেদ জানান, এসময় তাদের নিকট থেকে ৪০ কেজি গাঁজা, ১ টি মাদক পরিবহণে ব্যবহৃত মাইক্রোবাস, ৫ টি মোবাইল ফোন এবং নগদ ৬শ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজার চালান গাজীপুরের টঙ্গীতে নিয়ে আসে। পরবর্তীতে গাঁজার চালানগুলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুর এবং রাজধানী ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করতো বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীদেরকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |