আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৪১
মনির হোসেন জীবন- রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী আলমকে খিলগাঁও এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানিয়েছে, আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ নুরে আলম মিয়া ওরফে আলম (৩৯)। সে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার পাথরের চর গুচ্ছগ্রামের
মৃত মিঠু মিয়ার পুত্র। ঘটনার পর থেকে আলম দীর্ঘ ১১ বছর যাবৎ পলাতক থেকে জীবনযাপন করে আসছিল।
আজ বুূধবার দুপুরে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩ ও ১৪ এর একটি যৌথ দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর খিলগাঁও থানার নন্দীপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে র্যাব সদস্যরা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবং দীর্ঘ ১১ বছর যাবৎ পলাতক কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ নুরে আলম মিয়া ওরফে আলম (৩৯)কে আটক করতে সক্ষম হয়।
ফারজানা হক জানান,আটককৃত আসামী আলমের বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ২০১২ সালের ২৮ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মাদক মামলাটি দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আলমকে ২০২০ সালে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। মামলাটি দায়ের হওয়ার পর থেকে আলম দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |