আজ শুক্রবার | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৩রা রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:৪৪
মাদারীপুর:-মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। আজ রোববার (১৯ মার্চ) সকালে দূুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে শিবচরের একটি হাসপাতালে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।
ওদিকে মাদারীপুরের ভয়াবহ দুর্ঘটনায় আহত ৯ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এরমধ্যে দুজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।মারা যাওয়া দু’জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ বেলা ১১টার দিকে এই দু’জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, এই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৭ জন এখন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এরা হলেন- শেখ ফয়সাল আহমেদ (৩৬), আব্দুল হামিম (৫৫), বদরুদ্দোজা (৩০) পংকজ কান্তি ঘোষ (৪০), ঝুমা আক্তার (৩৪), মো. এনামুল (৪০) ও বুলবুল (৫০)।
আজ সকাল সাড়ে ৭টায় মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় ২৫ জন আহত হয়েছেন। এরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের বাসের সামনের ডান পাশের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং সড়কের নিচে খাদে পড়ে যায়।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:21 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:04 PM |
Magrib | 5:24 PM |
Isha | 6:44 PM |