- প্রচ্ছদ
-
- ঢাকা
- মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন
মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৯ জুন, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
শরীয়তপুর প্রতিনিধি::-মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা শিক্ষক সমিতি। সোমবার (১৯ জুন ) বিকালে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল আমীন রতনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলার সহ-সভাপতি নজরুল ইসলাম খান, কোষাধ্যক্ষ সম্ভুনাথ পোদ্দার, প্রচার সম্পাদক সাইদ মাহমুদ প্রমূখ। এতে জেলায় কর্মরত বিপুল সংখ্যক মাধ্যমিক শিক্ষক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মেধাবীরা এ পেশায় আরও বেশি আসবেন।
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করা হলে সকলেই উপকৃত হবে। আমাদের দাবি মানা না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
Please follow and like us:
20 20