আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৮
বিডি দিনকাল ডেস্ক :: আজকেই মানসিক অসুস্থ হয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি। জর্ডন থেকে আম্বিয়া খাতুন (৩৪) আর দুবাই থেকে ইয়ানুর রহমান (৩৫)। ভুক্তভোগীদের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে উভয়ের স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। আম্বিয়াকে ২০১৯ সনের জুলাই মাসে রিক্রুটিং এজেন্সি এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল (আরএল-১১৬৬) জর্ডন পাঠান। সেখান থেকে ১লা নভেম্বর রাত ১১.৩০ মিনিটে মানসিক অসুস্থ হয়ে দেশে ফেরত আসেন। এরপর বিমানবন্দরের ভিতরে নিয়ন্ত্রণহীন চলাফেরা করতে দেখে বিমানবন্দর আর্ম পুলিশ সদস্যরা বিষয়টি প্রবাসী কল্যাণ ডেক্সকে অবহিত করেন, এরপর ডেক্স থেকে পরিবারের সন্ধান ও আবাসনের জন্য আজ ভোরে ব্র্যাকের কাছে হস্তান্তর করেন। বিমানবন্দর থেকে আম্বিয়াকে ব্র্যাক লার্নিং সেন্টার নেওয়া হয়, বর্তমানে আম্বিয়া সেখানেই আছ। আম্বিয়ার বাড়ি গ্রাম: ভেইকপাড়া, ইউনিয়ন: মুলাডুলি, থানা: ঈশ্বরদী, জেলা: পাবনা। অপরদিকে আরেকজন কর্মী ইয়ানুর রহমান আজ সকাল ৭.৩০ মিনিটে মানসিক অসুস্থ হয়ে ফিরেছেন দুবাই থেকে। বাড়ি যশোর জেলার সারশা উপজেলার সোনাদিয়া গ্রামে। পরিবারের সাথে প্রবাসী কল্যাণ ডেক্স থেকে যোগাযোগও হয়েছে, স্বজনরা ঢাকার উদ্দেশ্যে রওনাও দিয়েছেন, এরপর ডেক্স থেকে ইয়ানুরকে হস্তান্তর করা হয় ব্রাকের কাছে। ইয়ানুর বর্তমানে ব্র্যাক লার্নিং সেন্টারে অবস্থান করছে। ইয়ানুর ভারত হয়ে পাসপোর্টে দুবাইয়ে কোন ভিসা ছাড়াই দুবাই গমন করেন। এদিকে আজ ভোরে জর্ডন ফেরত আরেক মানসিক অসুস্থ নারী গৃহকর্মী আম্বিয়া আছেন বিএলসিতে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের হেড শরিফুল হাসান জানান, এভাবে মানসিক অসুস্থ হয়ে গত একমাসে ফিরেছেন ১১ কর্মী, তাদের মধ্যে ১০ জনেই নারী গৃহকর্মী। প্রবাসী কল্যাণ ডেসক ও বিমানবন্দরের পুলিশের সহায়তায় আমরা গত দুই বছরে মানসিক অসুস্থ হয়ে দেশে ফেরত ৬৩ কর্মীকে পরিবার খুঁজে তাদের কাছে পৌঁছে দিয়েছি। এর মধ্যে নারী কর্মী ৫৮ জন পুরুষ ৫ জন। এর বাইরে বিদেশ ফেরত অনন্ত তিন হাজার মানুষকে আমরা সাইকো সোসাল কাউন্সিলিং দিয়েছি। আমাদের ১৫ জন কাউন্সিলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরউল্লাহ সাইকোথেরাপি ইউনিট এই কাজটি করছে। আসলে বিদেশ ফেরতদের মানসিক সুস্থতার দিকে আমাদের আরও বেশি নজর দেয়া দরকার। সরকারি সংস্থা ও বেসরকারিভাবে মিলে এই কাজটি করতে হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |