আজ রবিবার | ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১৩
মানিকগঞ্জ : স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মানিকগঞ্জে রাজিব হোসেন নামের এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের ভিডিও ধারণ করায় রাজিবের বোন-দুলাভাইসহ তিনজনের নামে পর্নগ্রাফির মামলা করা হয়েছে।
গতকাল বুধবার নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় রাজিবের বিরুদ্ধে ধর্ষণ ও অন্য তিনজনের নামে পর্ণগ্রাফির মামলা করেন। বুধবার রাতেই রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রাজিব সদর উপজেলার নওখন্ডা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার ওই ছাত্রী শহরের একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে। প্রেমের সর্ম্পকের জের ধরে বিয়ের প্রলোভনে রাজিব গত ৩০ নভেম্বর নওখন্ডা এলাকায় তার বোনের বাড়িতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। গোপনে সেই ধর্ষণের ভিডিও ধারণ করেন রাজিবের বোনের স্বামী স্বপন মিয়া। পরে সেই ভিডিও ও ছবি স্বপন তার প্রবাসী স্ত্রী পলি বেগমকে (রাজিবের বোন) ইমোতে পাঠায়। পলি সেই ভিডিও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারের সহযোগিতায় ওই স্কুলছাত্রীর পরিবারকে দেখান।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) হাসিনা বেগম জানান, স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাজিবের নামে ধর্ষণ মামলা করেন। একই সঙ্গে রাজিবের বোনের স্বামী স্বপন, বোন পলি বেগম ও স্থানীয় গৃহবধূ মুনিয়া আক্তারকে আসামি করে পর্ণগ্রাফি মামলা করেন। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:04 PM |
Asr | 3:05 PM |
Magrib | 5:26 PM |
Isha | 6:46 PM |