আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:২৪
বিডি দিনকাল ডেস্ক:- মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগে ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন- গাজীপুর মহানগরের বাসন থানার এএসআই শাহাদত হোসেন, কনস্টেবল মো. মিন্টু ও মো. নোমান।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান।
তিনি জানান, গাজীপুরের বাসন থানার এসআই শাহাদাত হোসেন গত বৃহস্পতিবার রাতে দুই যুবককে আটক করে টাকা নেওয়ার অভিযোগ উঠায় শুক্রবার দুপুরে তাকে বাসন থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগকারী দুই যুবক হলেন- কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের নস্করচালা গ্রামের দুই বন্ধু মনির হোসেন ও আলফাজ হোসেন।
আলফাজ ও মনির জানান, একটি নতুন মোটরসাইকেল নিয়ে মোল্লাপাড়া এলাকায় অপর বন্ধুদের সঙ্গে বেড়াতে যান তারা। বেড়ানো শেষে তারা বাড়ি ফিরছিলেন। পথে নাওজোড় এলাকায় উড়ালসড়কের পাশে ঢাকা—টাঙ্গাইল মহাসড়কে অভিযুক্ত তিন পুলিশ সদস্য গতিরোধ করেন।
পরে তারা তাদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাইয়ের নামে তাদের দেহ তল্লাশিসহ নানাভাবে হয়রানী ও মামলা দিয়ে গ্রেফতারের ভয়ভীতি দেখান। দুই কনস্টেবল তাদের পকেট তল্লাশি করে দুই জনের কাছ থেকে ৬ হাজার ৮০০ টাকা নিয়ে নেয় এবং তাদের বাড়িতে খবর দিয়ে আরও টাকা আনতে বলেন।
ছেলেদের আটক করার খবর পেয়ে রাতেই মনির ও আলফাজের বাবা সেখানে ছুটে যান। পরে আরও ৬ হাজার টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
আলফাজ ও মনির আরও জানান, দুই মাস আগে কেনা নতুন একটি মোটরসাইকেল নিয়ে বেড়াতে যায় তারা। মোটরসাইকেল ক্রয়ের রশিদও তাদের সঙ্গে ছিল। সেটি দেখালেও পুলিশ নানাভাবে ভয়ভীতি দেখায়। পরে ১২ হাজার ৮০০ টাকা দিয়ে দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে বাসন থানার ওসি মালেক খসরু জানান, অভিযুক্ত ওই তিন পুলিশ সদস্যকে সিসি দিয়ে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |