আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৫২
কামরুল হাসান বাবলু :-কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন )। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।কাতারভিত্তিক চ্যানেল আল জাজিরার খবরে বলা হয়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
শেখ সাবাহ ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলা হয়। সে হিসেবেই তিনি সর্বাধিক পরিচিত।
১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত ৪০ বছর তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে থেকে মৃত্যু পর্যন্ত তিনি কুয়েতের আমিরের দায়িত্ব পালন করেন।
এদিকে আমিরের মৃত্যুতে দেশটিতে শোকের ছায়া নেমে আসে ।শেখ জাবের আল জাবের আল সাবাহর পর দেশটির নাগরিকদের কাছে প্রিয়জন ছিলেন শেখ সাবাহ ।অনেক সমস্যা তিনি নিজ উদ্যোগে অনেক সমস্যা সমাধান করেছেন ।আমিরের মৃত্যুর ঘোষণা সরকারিভাবে আমিরি দেওয়ান থেকে ঘোষণা করা হয়েছে ।রেডিও টিভিতে চলছে কোরআন তেলোয়াত এবং আমিরের মৃত্যুর খবর ।
অন্যদিকে কুয়েত আজ থেকে ৪০ দিনের শোক শুরুর ঘোষণা করা হয়েছে, ৩ দিনের জন্য অফিসিয়াল কাজ ওবন্ধ থাকবে।স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহ মঙ্গলবার নির্দশনা ঘোষণা করেছেন ।দেশটিতে আজ থেকে শুরু হওয়া ৪০ দিনের শোক এবং সরকারী দফতরের জন্য সরকারি দফতরের উপর ৩ দিন অর্দনির্মিত থাকবে জাতীয় পতাকা এবং সরকারী দফতর বন্ধ থাকবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |