আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৭
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গণতন্ত্র সমুন্নত রাখার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মুহাম্মাদ ইউনূসের নাম ঘোষণা করার পর ব্লিংকেন এই আহ্বান জানান।
ব্লিংকেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তই নিক, তাদের গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইনের শাসন সমুন্নত রাখতে হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে।’
এদিকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং তিনি সহিংসতা পরিহার করার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ব্লিংকেনের সাথে দেখা করেছেন, সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন,ওয়ং বলেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা কমাতে এবং সার্বজনীন অধিকার শ্রদ্ধা করার আহ্বান জানাচ্ছি।’
‘সাম্প্রতিক সপ্তাহগুলোর ঘটনাবলী নিয়ে স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের জন্য আমরা আহ্বান জানাচ্ছি,’ মেরিল্যান্ড রাজ্যের অ্যানাপোলিসে যুক্তরাষ্ট্র নেভাল অ্যাকাডেমিতে আলোচনার পর ওয়ং বলেন। সূত্র : ভয়েস অব আমেরিকা
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |