আজ বুধবার | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৪
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি-মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং আফগান হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ্ আবদুল্লাহ্’র সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বৈঠকে আশরাফ ঘানি ও আবদুল্লাহ্ আবদুল্লাহ্’র সঙ্গে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও সেনা প্রত্যাহারের মধ্যে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবোনের দেশজুড়ে সংঘাত নিয়ে আলোনা করবেন বাইডেন।
হোয়াইট হাউস রোববার এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘প্রথম মুখোমুখি বৈঠকে জো বাইডেন কূটনৈতিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা সহ আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে আশরাফ ঘানি এবং আবদুল্লাহকে সমর্থন দেওয়ার আশ্বাস দেবেন।
‘আফগানিস্তান যাতে কখনোই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোরে নিরাপদ আশ্রয়স্থানে পরিণত হয় না বাইডেন তার এ আহ্বান পুনর্ব্যক্ত করবেন।’
হোয়াইট হাউস বলেছে, ‘প্রেসিডেন্ট ঘানি এবং ডা. আবদুল্লাহর এই সফর যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে স্থায়ী অংশীদারত্বের বিষয়টি তুলে ধরবে, কেননা যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সামরিক উপস্থিতি প্রত্যাহার করে নিচ্ছে।’
প্রায় দুই দশকের সংঘর্ষের পরে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করতে আগামী ১১ সেপ্টেম্বরের আগে দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে গত এপ্রিলে বাইডেন সিদ্ধান্তের পর থেকে কমপক্ষে ৩০টি জেলা তালেবানদের দখলে চলে গেছে।
গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করার সাথে সাথে কয়েকটি ঘাঁটি বন্ধ করে আফগান সরকারের হাতে সোপর্দ করায় গোষ্ঠীটি দেশজুড়ে তার প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘানির এই সফরকে ‘অনর্থক’ বলে অভিহিত করেছে তালেবান।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘তারা (ঘানি ও আবদুল্লাহ) তাদের ক্ষমতা এবং ব্যক্তিগত স্বার্থ সংরক্ষণের জন্য মার্কিন কর্মকর্তাদের সাথে কথা বলবে। তাদের এই সফর আফগানিস্তানের কোন ধরনের উপকারে আসবে না।’
Dhaka, Bangladesh বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:12 PM |
Magrib | 5:33 PM |
Isha | 6:52 PM |