আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৪০
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধিঃমঙ্গলবার (২৬ জুলাই) সন্দেহভাজন হামলাকারীকে আটকের সেই ভিডিও প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাহসী অভিযানে যুক্তরাষ্ট্রের ডালাস বিমানবন্দরে আটক করা হয়েছে এক বন্দুকধারীকে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, সোমবার এক মহিলা অস্ত্র নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখানে তিনি হঠাৎ তিনটি ফাঁকা গুলি করেন। আতঙ্কে ছুটতে থাকে সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে আটকাতে অভিযান শুরু করে। অস্ত্র ফেলে দেওয়ার ডাকে কান দেননি ওই নারী। এ সময় পুলিশ সদস্যরা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি করে। এক পর্যায়ে তারা তাকে ধরে নিয়ে যেতে সক্ষম হয়। মহিলার মোটিভ জানতে তদন্ত চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |