আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৭
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :- করোনা মহামারির মধ্যেও সরকারের বিধি মেনে, নিয়মিত পাসপোর্ট বিষয়ক সেবা দিয়ে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। লকডাউনের মধ্যেও পাসপোর্ট নবায়নের জন্য পোস্ট অফিসের মাধ্যমে আবেদন গ্রহন করে প্রশংসা কুড়িয়েছে হাইকমিশন। এরই অংশ হিসাবে এবার জোহর, পেনাং ও ক্লাং থেকে পাসপোর্ট বিতরন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। হাইকমিশনের কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি মালয়েশিয়া সরকারের বৈধতা দেয়ার ঘোষণায় পাসপোর্ট নবায়নের জন্য আবেদনের সংখ্যা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে পাসপোর্ট জমা দেয়ার ১ মাস পরও তা হা্কিমশনের প্রকাশিত তালিকায় উঠছে না। সঙ্গত কারনেই পাসপোর্ট হাতে পেতে প্রবাসীদের অধিক সময় লাগছে যা বৈধতার কার্যক্রমে অংশ নিতে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
মুলত পাসপোর্ট সেবা’কে তরান্বীত করতে হাইকমিশন জোহর, পেনাং ও ক্লাং থেকে পাসপোর্ট বিতরনের সিদ্ধান্ত গ্রহন করেছে। এসব অঞ্চলের অগ্রণী রেমিটেন্স হাউজে’র কার্যালয়’কে পাসপোর্ট বিতরনের ঠিকানা হিসাবে ব্যবহার করা হচ্ছে। এর আগে প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিত করতে ৬ জন’কে নতুন করে নিয়োগ দেয়া হয়েছে বলে জানান মালয়েশিয়ায় নিযুক্ত হাইকিমশনার গোলাম সারওয়ার।
নতুন এ ঘোষণা অনুযায়ী নতুন বছরের শুরুতেই জোহরের অগ্রণী রেমিটেন্স হাউজ এর সিটি স্কয়ার শাখায় ২ ও ৩ জানুয়ারী এ সেবা কার্যক্রম শুরু হবে। এছাড়া একই স্থানে ৬, ৭ ফেব্রুয়ারী ও ৬,৭ মার্চ পাসপোর্ট বিতরন করা হবে।
পেনাং এর অগ্রণী রেমিটেন্স হাউজের বুকিত মারতাজা শাখায় ১৬, ১৭ জানুয়ারী, ১৩, ১৪ ফেব্রুয়ারী এবং ২০ ও ২১ মার্চ এ কার্যক্রম চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়া ক্লাং এর অগ্রণী রেমিটেন্স হাউজে ২৩ জানুয়ারী, ২৭ ফেব্রুয়ারী ও ২৭ মার্চ পাসপোর্ট বিতরনের কার্যক্রম চলবে।
তবে বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়েছে পাসপোর্ট গ্রহনকারীদের কমপক্ষে ৩ দিন আগে অনলাইনের মাধ্যমে এ্যাপয়েনমেন্ট নিতে হবে। এ্যাপয়েনমেন্ট ছাড়া কেউ-ই পাসপোর্ট গ্রহন করেত পারবে না বলেও জানানো হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |