আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৮
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে বিজয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেন হাইকিমশনের কর্মকর্তা ও কর্মচারিরা। করোনার কারনে মালয়েশিয়া সরকারের বিধি মেনে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
কুয়ালালামপুর হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) তাহমিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারওয়ার। সংক্ষিপ্ত আলোচনায় স্বাধীনতার স্মৃতিচারণ করে হাইকমিশনার বলেন, দিশেহারা সাড়ে সাত কোটি বাঙালিকে পথ দেখিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দেখানো পথেই মিলেছে মুক্তি। তাই বঙ্গবন্ধু প্রশ্নে দল, মত, ধর্ম, বর্ণ ভুলে সবাই ঐক্যবদ্ধ হতে পারলেই জাতি হিসাবে আমরা অনন্য উচ্চতায় পৌঁছাবো। ঐক্যবদ্ধ থাকলে ৫২’র ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা যুদ্ধ ও ৯১ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মতো অনেক অর্জনই সম্ভব। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তিকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখাতে ঐক্যের কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন হাইকমিশনার। একই সঙ্গে দেশাত্ববোধে একাত্ব হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া সোনার বাংলা বিনির্মানে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান নবনিযুক্ত হাইকমিশনার গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনান ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমেদ, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর ও প্রথম সচিব বাণিজ্যিক মো. রাজিবুল আহসান।
এসময় আরো উপস্থিত ছিলেন শ্রম কাউন্সিলর (২) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল, পাসপোর্ট ও ভিসা শাখার কাউন্সিলর মো. মশিউর রহমান তালুকদার, প্রথম সচিব (রাজনৈতিক) মো. রুহুল আমিন, শ্রম শাখার দ্বিতীয় সচিব মো. ফরিদ আহমদসহ দূতাবাসের কর্মকতা ও কর্মচারীবৃন্দ।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |