আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০২
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। স্থানীয় সময় সকাল সাড়র নয়টায় দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারের অস্থায়ী বেদিতে পুস্পস্তবক অর্পন করেন হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
এসময় দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মালয়েশিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারের দেওয়া বিধিনিষেধের কারণে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের আয়োজন করা হয় যা হাইকমিশনের নিজস্ব ফেইসবুক পেইজে সরাসরি দেখানো হয়।
কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাণী পাঠ করেন শ্রম মিনিস্টার মো. নাজমুস সাদাত সেলিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বাণী পাঠ করেন কাউন্সিলর বাণিজ্যিক মো. রাজিবুল আহসান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন দ্বিতীয় সেক্রেটারি পলিটিক্যল রেহেনা পারভিন। আলোচনা সভায় হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, চলমান মহামারি করোনার কারনে সবাইকে হাইকমিশনে আমন্ত্রন করতে না পারায় দু:খ প্রকাশ করেন। এসময় প্রবাসিদের পাসপোর্ট সমস্যা নিয়ে তিনি বলেন, গেলো বছরে ২ লক্ষ ৮০ হাজার পাসপোর্ট পোস্ট অফিসের মাধ্যমে বিতরন করা হয়েছে। ভাষা দিবস নিয়ে তিনি বলেন, বাঙালিদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া ভাষা’কে মেনে নেয়া হয়নি। আন্দোলন আর রক্তের বিনিময়ে এ ভাষাকে আমরা অর্জন করেছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাধ্যমে বিদেশে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন হাইকমিশনার। একই সঙ্গে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানা তিনি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |