আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩২
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :-মালয়েশিয়ায় কাগজপত্রবিহীন অভিবাসিদের বৈধতার মেয়াদ ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। অভিবাসন বিভাগের অনলাইন সিস্টেমে রিক্যালিব্র্রেশন প্রক্রিয়ায় বৈধ হওয়ার প্রক্রিয়ার শেষ সময় ৩০ জুনের জায়গায় ৩১ ডিসেম্বর করা হয়েছে। তবে এ নিয়ে স্থানীয় গণমাধ্যম কিংবা সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।
প্রক্রিয়াটি শুরুর পর থেকে বৈধ হওয়ার জন্য নিবন্ধন করেছে প্রায় ১ লাখ অভিবাসি যাদের বেশিরভাগই এখনও ভিসা পায়নি। একই সঙ্গে এ প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফিরে যাওয়ার জন্যও অপেক্ষমান আছেন হাজারো শ্রমিক। তবে টানা লকডাউনে ইমিগ্রেশনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় এ প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি অনেক অভিবাসি। আবার ৩০ জুনের পর এ প্রক্রিয়ার মেয়াদ বাড়বে কি না ছিলো সেটি নিয়েও শঙ্কা।
উল্লেখ্য ২০২০ সালের ১৬ই নভেম্বর থেকে অবৈধ অভিবাসিদের বৈধতা ও সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। তবে টানা লকডাউনে এ প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। খুব কম সংখ্যক অভিবাসি-ই এ প্রক্রিয়ায় অংশ নিতে পেরেছে।সার্বিক পরিস্থিতি বিবেচনায় অভিবাসিদের স্বার্থে এ প্রক্রিয়াটি ৩০ জুন থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত করা হয়েছে। আর সরকারের এ ঘোষণায় খুশি সাধারন প্রবাসীরা। দীর্ঘ এ সময়ের মধ্যে সকলেই বৈধতার আওতায় আসবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতারা।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |