আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৩
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে পৌঁছানোর পর আনোয়ার ইব্রাহিমকে গার্ড অব অনার দেয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন বিমানবন্দরে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় ঢাকায় পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব ও বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিষয়ে আনোয়ার ইব্রাহিমকে অবহিত করেন। এরপর একই গাড়িতে করে তারা দুইজন পরবর্তী বৈঠক ভেন্যুতে পৌঁছান।
সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটিই বিদেশি কোনো সরকার প্রধানের প্রথম উচ্চ পর্যায়ের সফর।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |