আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৫৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া :- মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। উপ প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী হলেন তিনি। এর আগে মুহিউদ্দিন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। শনিবার ইস্তানা নিগারায় দেশটির রাজা এ শপথ বাক্যপাঠ করান।
৬১ বছরের ইসমাইল সাবরি মালয়েশিয়ার ঐতিহ্যবাহি পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিন’কে সঙ্গে নিয়ে শপথ অনুষ্ঠানে যোগ দেন। শপথ গ্রহন শেষে ইসমাইল সাবরি তার নিয়োগপত্রে সাক্ষর করেন যা পরবর্তিতে প্রধান বিচারপতি সত্ত্বায়িত করেন। এসময় রাজার সঙ্গে ঐতিহ্যবাহি পোশাকে দেশটির রানিও উপস্থিত ছিলেন। ছিলেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন ও সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহনের দিনে বিরোধীদের বিক্ষোভের আশঙ্কায় কড়া নিরাপত্তায় রাজধানী কুয়ালালামপুর। বিশেষ করে মারদেকা স্কয়ার, মসজিদ জামেক ও সোগো এরিয়াতে যানবাহন প্রবেশ করতে দেয়া হচ্ছে না, বসানো হয়েছে রোডব্লকও।
উল্লেখ্য প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন দেশটির রাজা। সেখানে সকল সংসদ সদস্যদের লিখিত মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ২০ জুন শুক্রবার ইসমাইল সাবরি’কে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দেন রাজা।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |