আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:৫৭
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়াঃকাগজপত্রবিহীন কর্মীদের বৈধতা দেয়ার বিষয়ে মন্তব্যের জেরে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানের পদত্যাগ দাবি করেছেন সাবাহ প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী হ্যারিস সালেহ। সাবেক এ মন্ত্রীর বরাত দিয়ে আজ (২০ জুন) এ খবর প্রকাশ করেছে দেশটির জনপ্রিয় অনলাইন ফ্রী মালয়েশিয়া টুডে।
গেলো সপ্তাহে সাবাহ’তে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান বলেন ‘ অবৈধ অভিবাসিদের নিজ নিজ দেশে ফিরতে বাধ্য করা উচিত, তাদের বৈধ হওয়ার সুযোগ দেয়ার মাধ্যমে মালয়েশিয়ায় অবৈধপথে আসাদের উৎসাহিত করা হচ্ছে। মুলত মানবসম্পদ মন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে পদত্যাগ দাবি করেছেন ঐ প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী হ্যারিস সালেহ। বর্ষীয়ান এ রাজনীতিবিদ বলেন কাগজপত্রবিহীন কর্মীদের বৈধতা দেয়ার সিদ্ধান্ত মালয়েশিয়ার মন্ত্রীপরিষদ নিয়েছে। এ সিদ্ধান্তের বিপক্ষে কথা বলতে হলে তাকে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করা উচিত, আর গনতান্ত্রিক সংসদে এটাই নিয়ম।
সাবেক এ মুখ্যমন্ত্রী দাবি করেন, কাগজপত্রবিহীন কর্মীরা বৈধভাবেই মালয়েশিয়ায় প্রবেশ করেছে, ১০ থেকে ২০ বছর ধরে তারা সাবাহ’তে কর্মরত। নানা কারনে যারা এখানে থাকার বৈধতা হারিয়েছে তারা পুন:রায় বৈধ হওয়ার সুযোগ পেয়ে এখানকার অর্থনীতিতে, বিশেষ করে পামওয়েল সেক্টরে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও মন্তব্য করেন হ্যারিস। এই কর্মী ছাড়া সাবাহ’র অর্থনীতি দারুনভাবে ক্ষতিগ্রস্থ হতো বলেও মন্তব্য করেন সাবেক এ মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি নিয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর একের পর এক বিতর্কিত বক্তব্যের সমালোচনার মধ্যে এ পদত্যাগ দাবি করলেন সাবাহ প্রদেশের ঐ মুখ্যমন্ত্রী। উল্লেখ্য ২০২১ সালের ১৯ জুন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে জনশক্তি রপ্তানি নিয়ে চুক্তি স্বাক্ষর হলেও এখনও পর্যন্ত কোন কর্মী আসা শুরু হয়নি। আর এ নিয়ে নিজ দল ও বিরোধীদের দারুন সমালোচনার মুখে পড়েছেন মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |