আজ বুধবার | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা রজব, ১৪৪৬ হিজরি | রাত ৮:৩৩
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি :- মালয়েশিয়ায় করোনা আক্রান্ত হয়ে ওয়াসিম মিয়া (৩৮) নামে এক প্রবাসী তরুন মারা গেছেন। আজ ৪ জুলাই (রবিবার) স্থানীয় সময় দুপুর দেড় টায় কুয়ালালামপুর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগ পর্যন্ত হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন এ তরুন।
নিহতের ঘনিষ্ঠ বন্ধু রিসাদ বিন আব্দুল্লাহ হৃদয় জানান, ঠান্ডা ও জ্বরে ভুগছিলেন ওয়াসিম। করোনা পজিটিভ আসায় নিজেই স্থানীয় কুয়ালালামপুর হাসপাতালে গিয়ে ভর্তি হন। ভর্তির তিন দিন পর ৩০ জুন তাকে শ্বাসকষ্টের জন্য আইসিইউ’তে স্থানান্তর করা হয়। এরপর আজ দুপুরে তার মৃত্যুর খবর জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, আগে থেকে বড় ধরনের কোন অসুস্থতা না থাকার পরও তরুন ওয়াসিমে’র করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না মালেশিয়া প্রবাসীরা।
মানিকগঞ্জ সদরের নুরুল ইসলাম ও শেফালি বেগমের ছোট ছেলে ওয়াসিম ২০০৭ সালে জুন মাসে মালয়েশিয়ায় আসেন। পরিশ্রম আর নিষ্ঠার সঙ্গে কাজ করে বড় ভাই সেলিমের সঙ্গে কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠা করেন নিউ ভিশন এসডিএনবিএইচডি নামে একটি প্রতিষ্ঠান। এছাড়া বেশ কয়েকটি মুদি দোকানও পরিচালনা করতেন ওয়াসিম। ব্যাক্তি জীবনে সদা হাস্যোজ্জল ও সদালাপি ওয়াসিমে’র মৃত্যু’তে গভীর শোক জানিয়েছেন কুয়ালালামপুরের বিভিন্ন শ্রেনীর পেশাজীবি প্রবাসী বাংলাদেশীরা।
উল্লেখ্য গেলো বছরের মার্চ থেকে এখনও পর্যন্ত মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪৯৭ জন যার মধ্যে বাংলাদেশীরাও আছেন। তবে ঠিক কতজন বাংলাদেশী এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তা নিশ্চিত নয়।
Dhaka, Bangladesh বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:41 AM |
Zuhr | 12:02 PM |
Asr | 3:03 PM |
Magrib | 5:23 PM |
Isha | 6:44 PM |