আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৬:২৮
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া :মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকি’র পদত্যাগের দাবিতে কুয়ালালামপুরের বিক্ষোভ করছে হাজারো মানুষ। পূর্ব ঘোষিত এ বিক্ষোভ ঠেকাতে সকাল থেকেই মারদেকা স্কয়ার, সোগো, মসজিদ জামেক, পাসার সেনি আসার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
এদিকে পুলিশের কঠোর অবস্থানে নির্ধারিত স্থানে বিক্ষোভ করতে না পারলেও বাংসারে সমবেত হয়েছে বিক্ষোভকারীদের একাংশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাত দিনের জন্য মারদেকা, সোগো ও মসজিদ জামেক এরিয়ায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করেছে আদালত। আদালতের নির্দেশে সকাল ৭ (সাত) টা থেকে ডাং ওয়াংগি সড়কসহ আরো ৬ টি সড়কে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। একই সঙ্গে ২৫ টি এমআরটি, এলআরটি, মোনোরেল ও কেটিএম স্টেশন সাময়িক বন্ধ রাখা হয়েছে।
বেশ কিছু দুর্নীতির অভিযোগ এনে দেশটির দুর্নীতি দমন কমিশন প্রধানসহ অন্যান্যদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এ আন্দোলনে সমর্থন দিয়েছে মালয়েশিয়ার ১৪ টি রাজনৈতিক দল ও ৩৩ টি এনজিও।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |