আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি : সারাবিশ্বে কোভিড-১৯ এর সংক্রমন বেশি বাংলাদেশসহ এমন ২৩টি দেশের শ্রমিকদের এখন-ই মালয়েশিয়ায় ফেরার সুযোগ নেই বলে সাফ দিয়েছেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি। আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিবাসন বিভাগ থেকে অনুমিত না মিললে কেউ-ই মালয়েশিয়ায় ফিরতে পারবেন না। মন্ত্রী বলেন, সীমান্ত বন্ধ থাকায় এখন মালয়েশিয়ায় অভিবাসি শ্রমিকদের প্রবেশের অনুমতি নেই এবং সরকার পরিবর্তন করেনি বলে জানান তিনি। ইমিগ্রেশনের অনুমোদন ছাড়া কোন অভিবাসি শ্রমিক প্রবেশ করতে পারবেনা বলে স্পষ্ট জানিয়ে দেন মন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের হাইকমিশন কথা বলতে চাইলে স্বাগত জানানো হবে বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন ইসমাইল সাবরি। উল্লেখ্য করোনা ভাইরাস নিয়ন্ত্রনে গেলো মার্চ থেকে টানা লকডাউন চলছে মালয়েশিয়ায়। দীর্ঘ এ সময়জুড়ে সীমান্তেও কঠোর বিধিনিষেধ জারি করেছে দেশটি। মার্চের আগে ছুটিতে নিজ দেশে গিয়ে আর ফিরতে পারেননি অনেক অভিবাসি। এই অভিবাসিদের একটি বড় অংশ বাংলাদেশী যারা সোমবার মালয়েশিয়ায় ফেরার জন্য ঢাকায় বড় ধরনের বিক্ষোভ করেছে। ঢাকায় বিক্ষোভ করার একদিন পর আজ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিলেন দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি। এদিকে আজও দেশটিতে ১ হাজার ৩২ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে । এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট ৩৫ হাজার ৪২৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৭১ জন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |