আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:২৩
মালয়েশিয়া:- মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে বসবাসরত জেলহত্যা মামলার অন্যতম আসামি সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বুধবার সকালে কুয়ালালামপুরের আমপাং এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, শিগগিরই গ্রেপ্তারকৃত আসামি খায়রুজ্জামানকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ায় তিনি দীর্ঘ ১ দশকেরও বেশি সময় ধরে শরণার্থী হিসেবে বসবাস করে আসছিলেন। এদিকে খায়রুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিতে মালয়েশিয়া কর্তৃপক্ষকে আইনি নোটিশ দিয়েছেন তার আইনজীবী।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং পরে খালাস পান। তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় ফিরে আসার জন্য বলা হয়।
দেশে ফিরে আসা ঝুঁকি মনে করে তিনি কুয়ালালামপুর থেকে জাতিসংঘের শরণার্থী কার্ড নেন এবং সেখানেই থেকে যান।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |