আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:৫৯
কলকাতা :- কদিন বাদেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। আর এমন এক উত্তেজনাপূর্ণ সময়েই বলিউড-টলিউডের জনপ্রিয় অভিনেতা, জীবন্ত কিংবদন্তি মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে গেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। খুব স্বাভাবিকভাবেই তাই কি কারণে মিঠুন চক্রবর্তীর বাড়িতে গেলেন মোহন ভাগবত, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পশ্চিম বাংলার ভোটের আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করে বলেছে, মঙ্গলবার সাত সকালে অভিনেতা মিঠুনের মুম্বাইয়ের বাড়িতে হাজির হয়ে মোহন দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেন। তবে কি নিয়ে এই বৈঠক তা নিয়ে মুখ খুলতে চাননি মোহন। তবে মিঠুন বলেন, ‘ওনার সঙ্গে আমার আধ্যাত্মিক আলোচনা হয়েছে’।
যদিও এটাই প্রথম নয়, এর আগে ২০১৯ সালের অক্টোবর মাসে নাগপুরে আরএসএসের সদর দফতরে গিয়েছিলেন মিঠুন।সেখানে মোহনের সঙ্গে বৈঠক হয়েছিল ডান্স মহাগুরুর।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ২০১৬ সালে পদত্যাগ করেন মিঠুন। রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছন বলে জানিয়েছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এরপর আর কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে দেখা যায়নি তাকে। মূলত ‘চিটফান্ড’ কাণ্ডে নাম জড়ানোর পর নিজেকে অনেকখানি গুটিয়ে নিয়েছিলেন মিঠুন। তবে আজকের বৈঠকের পর রাজনৈতিক মহলে ফের প্রশ্ন উঠেছে, তবে কি এবার বিজেপিতে যোগদান করবেন মিঠুন?
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |