আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:২৮
বিডি দিনকাল ডেস্ক:- রাসেল ও বাবু দুই ভাই। থাকেন রূপনগরের শিয়ালবাড়ি এলাকায়। বাবু লেগুনা চালায়। রাসেল তেমন কিছু করে না। তবে রাসেল একটি কাজ করে থাকে সেটা হলো হেরোইন সেবন। আর এই হেরোইনের টাকা জোগাড় করতেই মাঝে-মধ্যে গ্রিল কাটে নগরবাসীর বাসায়। সেই কাজে সাহায্য করে তার ভাই বাবুও। আর তাদের গ্রেফতারে উন্মোচন হলো মিরপুরের একাধিক চুরির রহস্য।
ডিএমপির মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, গত ২০ এপ্রিল রাতে চুরির ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ রাসেলকে গ্রেফতার করেন এসআই মোস্তাক আহাম্মেদ। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় সে একজন সংঘবদ্ধ চুরি চক্রের সদস্য।
তিনি বলেন, তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই গ্রেফতার করা হয় তার ছোট ভাই বাবুকে। তাদের স্বীকারোক্তি মতে গ্রেফতার করা হয় চোরাই স্বর্ণ ক্রেতা রূপনগেরর শিয়ালবাড়ির ঋতু জুয়েলার্সের মালিক মোহাম্মদ বাপ্পিকে। আর তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ছয় ভরি সাত আনা চোরাই স্বর্ণ।
অভিযান পরিচালনাকারী মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাক আহাম্মেদ ডিএমপি নিউজকে বলেন, গত ১৮/১২/২০২১ তারিখ মিরপুরের আহম্মেদনগরের এক বাসিন্দা তার গ্রামের বাড়িতে বেড়াতে যান। তিনি ৩১ জানুয়ারি ২০২২ সকালে বাসায় এসে দেখেন তার বাসায় গ্রিল কেটে চুরি হয়েছে। আর বাসা থেকে নগদ টাকাসহ বেশকিছু স্বর্ণালংকার খোয়া গেছে। এ ঘটনায় ৭ ফেব্রুয়ারি ২০২২ তার অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি চুরির মামলা হয়।
তিনি বলেন, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ওই বাসার আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজে দুইজনকে শনাক্ত করা গেলেও রয়ে গেছিল ধরা ছোয়ার বাইরে। কিন্তু বুধবার ২০২১ সালের একটি চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী রাসেলকে গ্রেফতার করার পর সিসিটিভি ফুটেজে তার ছবি হুবহু মিলে যায়। এরপর গ্রেফতার করা হয় তার ভাই বাবুকে এবং চোরাইস্বর্ণসহ মোহাম্মদ বাপ্পিকে।
গ্রেফতারকৃত রাসেল ও বাবু মিরপুর এলাকায় গ্রিল কেটে চুরি করে বলে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে, জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। সূএ:-ডিএমপি
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |