আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৬
মনির হোসেন জীবন – রাজধানীর মিরপুর এলাকা থেকে প্রায় সাড়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদককারবারী বাবুল ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, চাদঁপুর জেলার মতলব দক্ষিন থানার বহরি গ্রামের মৃত আঃ ওহাবের পুত্র মো: বাবুল (৫৫) ও তার সহযোগী চট্রগ্রাম জেলার চন্দনাইশ থানার হারালা সাত ভাইয়ের পাড়া গ্রামের মৃত শামছুল ইসলামের পুত্র মোঃ ওয়াশিম (৪১)। আজ দুপুর পৌনে ২ টায় র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, গতকাল মঙ্গলবার গভীর রাতে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ীর এবং মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য বাবুল ও তার সহকর্মী ওয়াশিমকে আটক করতে সক্ষম হয়। তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার মূলে জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৫৫ লাখ ৬৫ হাজার টাকা। র্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এছাড়া তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজারসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিনব পদ্ধতিতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা, ইয়াবা, ফেন্সিডিলের চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ফারজানা হক জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্হানে তাদের মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে বলে স্বীকার করেছে। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনপআইনানুগ ব্যবস্থা গ্রহন করা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |