এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই ‘ট্র্যাজেডি’র সেই পিকআপ চালক মফিজুর রহমান ইন্তেকালছেন। শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে তার নিজ বাড়িতে তিনি মৃত্যু বরন করেন। বেশ কয়েক বছর ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে। মফিজুর রহমান মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মনির আহম্মদ মুক্তার বাড়ির বাসিন্দা ছিলেন। উল্লেখ্য, বিগত ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মীরসরাই উপজেলা সদরস্থ স্টেডিয়ামে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের অংশ গ্রহণ এবং খেলে শেষে শিক্ষার্থীরা ওই মফিজ এর চালনায় ছোট্টো একটি মিনি পিকআপ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলার বড় তাকিয়া র পশ্চিম দিকে আবুতোরাব সড়কের পাশে ডোবার মধ্যে উল্টে যায়। এ ঘটনায় ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবক সহ মোট ৪৫ জন নিহত হয়। এ সময় উক্ত পিক্ আপ-টি’র চালক মফিজুর রহমান মোবাইল এ অপর প্রান্তের কোনো একজনের সাথে অন্তরঙ্গ মুহূর্তে কথা বলছিলেন বলে অভিযোগ ছিলো। ঘটনায় দীর্ঘ ৫ বছর কারাভোগের পর গত ২০১৫ সালের ২৮ জুলাই তিনি মুক্তি জামিনে মুক্তি লাভ করেছিলেন! কারামুক্তির পর কিছুদিন সামাজিক কারণে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ ২০২১ সালের ১১ জুলাই তার সাথে কথা হয় স্থানীয় সাংবাদিকদের। সে সময় তিনি জানিয়েছিলেন, সেদিনের পর আর কখনো গাড়ির স্টিয়ারিং ধরেননি তিনি। রোগ-শোকে ভুগে প্রবাসে থাকা দু’ছেলের উপার্জনের ওপর ভর করে চলতেন তিনি। তার আত্মীয়-স্বজনরা জানান, তিনি ১১ জুলাই দুর্ঘটনা কবলিত ওই গাড়িতে তার সন্তানতুল্য এক ভাতিজা ও ছিলো। কেউ চায় না ইচ্ছে করে কাউকে মারতে। আল্লাহর ইশারায় হয়েছে বলে মন্তব্য করা হয়। তিনি (মফিজ) ও আজ চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। মফিজুর রহমানের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে বলে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে প্রকাশ।