আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:২৩
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভাতিজা কর্তৃক আপন চাচা কাজী আশরাফুল আলম (৬৫) হত্যার প্রধান আসামী কাজী কামরুজ্জামান পলাশ (২৯) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব।, বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরানি বাজার বাসস্ট্যান্ড এলাকা হতে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে আসামী কাজী কামরুজ্জামান পলাশ (২৯)কে গ্রেফতার করে।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে গত ৩১ মার্চ তারিখ ভিকটিম কাজী আশরাফুল আলম (৬৫) এশার নামাজ শেষে মসজিদ হতে এর বসত বাড়ীর উঠানে পৌছিলে পূর্ব হতে ঊৎ পেতে থাকা ২নং আসামী কহিনুর বেগম (৫০) তার চোখে মরিচের গুড়া মিশ্রিত পানি মারে এবং ১নং বিবাদী কাজী কামরুজ্জামান পলাশ (২৯) এর হাতে থাকা লাকড়ি দিয়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে ভিকটিমের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাত করে ভিকটিমের উঠানে লুটিয়ে ফেলে দেয়। ভিকটিমের ডাক-চিৎকারে তার স্ত্রী চামেলী বেগম (৬০) এবং আশেপাশের লোক ভিকটিমকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে এবং পরে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গত ১ মার্চ তারিখে রাতে তাকে মৃত ঘোষণা করেন।উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে কাজী আব্দুল্লাহ আল আরিফ (৪২) বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী কাজী কামরুজ্জামান পলাশসহ ২জন এজাহারনামীয় আসামী করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে আসামী কাজী কামরুজ্জামান পলাশ (২৯), পিতা- কাজী রফিকুল ইসলাম বাবুল, সাং- কুরনি, থানা- মির্জাপুরকে গ্রেফতার করে।উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান, উক্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার জন্য মির্জাপুর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |