আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:০১
কামরুজ্জামান হেলাল যুক্তরাষ্ট্রঃযুক্তরাষ্ট্রের ইতিহাসে মিশিগানে প্রথমবারের মতো ৩ বছরে হিফজ সম্পন্ন করা ১০ জন কুরআনে হাফিজকে সনদপত্র ও পাগড়ী প্রদান করা হলো।
গত রবিবার মিশিগান ষ্টেটের ডেট্রয়েটের আল ফালাহ মিলনায়তনে আনন্দঘণ পরিবেশে কুরআন নাইট ও গ্র্যাজুয়েশন অনুষ্টানের আয়োজন করে আল কুরআন একাডেমি অব মিশিগান।
আল কুরআন একাডেমির প্রিন্সিপাল ঈমাম শায়েখ আব্দুল লতিফ আজমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের শিক্ষক হাফিজ মিনহাজ আহমেদ ও এডুকেশন ডিরেক্টর আনোয়ার হোসাইনের যৌথ পরিচালনায় কুরআন তিলাওয়াত করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি আন্তর্জাতিক ক্বারী শায়েখ হাসান সালেহ, ক্বারী শায়েখ আহমেদ মাবরুক ও ক্বারী শায়েখ নাসির হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল হাফিজ রায়হান উদ্দীন, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জিবরিল আমীন, ইসলামিক সেন্টার অব নর্থ ডেট্রয়েট এর প্রেসিডেন্ট কুরবান সানী চৌধুরী, সেক্রেটারী আতাউর রহমান খান, একাডেমির শিক্ষক হাফিজ মো: মোমিনুল ইসলাম প্রমুখ। আল কুরআন একাডেমি থেকে যেসকল ছাত্র হিফয সম্পন্ন করে অতিথিদের কাছ থেকে সনদপত্র ও পাগড়ী নিয়েছেন তারা হলেন মুসআব বিন হাফিজ, তাহমীম আহমেদ মাহিন, জাকওয়ান জানেসন, করিম আহমেদ, ওয়াহিদুর রহমান, তাজওয়ার খান, ইয়াহিয়া লাবিব, মোহাম্মদ কালাম, আবদুল্লাহ হেলাল ও মীকদাদ চৌধুরী।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |