আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:৪৭
কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র:-সম্প্রতি ডেট্রয়েট নদী থেকে বিশাল স্টার্জন মাছটি আটকের পর মার্কিন ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের সদস্য জেনিফার জনসন তার পাশে শুয়ে আছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ডে বৃহত্তম স্টার্জন গুলির মধ্যে একটি। U.S. Fish and Wildlife Service ডেট্রয়েট, ১ মে : যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের ক্রুরা গত সপ্তাহে শুরুতে মিশিগান রাজ্যের ডেট্রয়েট নদীতে একটি বিশাল স্টার্জন মাছ ধরেছে। মাছটির ওজন ২৪০ কেজি। আর লম্বায় ৭ ফুট, প্রস্থে ৪ ফুট। মাছটির বয়স এক শতাব্দীরও বেশি বলে ধারণা।
আলপেনা সংরক্ষণ অফিস তার ফেসবুক পেজে স্টার্জনের একটি ছবি শুক্রবার পোস্ট করেছে। মাছটিকে নদীর দানব বলে আখ্যায়িত করা হয়েছে। ছবিতে মাছটির পাশে মাস্ক পরা এক ব্যক্তিকে ডেকের উপরে পাশাপাশি শুয়ে থাকতে দেখা গেছে। সংস্থাটির পোস্টটিতে বলা হয়েছে, “এর ঘের এবং আকারের উপর ভিত্তি করে, এটি একটি নারী মাছ হিসাবে ধারণা করা হয়েছে। মাছটি ১০০ বছরেরও বেশি সময় ধরে জলে ঘুরে বেড়াচ্ছে।” মাছটি সম্ভবত ১৯২০ সালের দিকে ডেট্রয়েট নদীতে এসেছিল। যখন ডেট্রয়েট আমেরিকার চতুর্থ বৃহত্তম শহর হয়ে উঠে। ইউএসডব্লিউএফ বলেছে, মাছটিকেপরিমাপ করার পর দ্রুত নদীতে ছেড়ে দেওয়া হয়েছে।
Dhaka, Bangladesh শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:19 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:01 PM |
Magrib | 5:21 PM |
Isha | 6:41 PM |