আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:০৫
কামরুজ্জামান (হেলাল) যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ–
গত রবিবার মিশিগান ডেট্রয়েটের ম্যাকডুগাল ষ্টিটের আলফালাহ কনভেনশন সেন্টারে দুপুর ২ টায় অনুষ্ঠিত হয় মিট এন্ড গ্রিট অনুষ্ঠান অনুষ্ঠানটি ফ্রন্টিয়ার একাডেমি ও উয়েইন কান্ট্রি কমিউনিটি কলেজের ট্রাষ্টি কামাল রহমান পরিচালনায় প্রথমে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এর পরে পরিচিতি পর্বের পরে মুসলিম কমিউনিটির বিভিন্ন কার্যক্রম তথ্য তুলে ধরেন এবং ভবিষৎতে কি কি কার্যক্রম পরিচালনা করবে সেই গুলো বিশেষ ভাবে উপস্থাপন করেন আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কংগ্রেসওমেন রাশিদা তালিব, বর্তমান হ্যামট্রাম্যাক সিটি মেয়র ক্যারন মাজেউস্কি, নবনির্বাচিত হ্যামট্রাম্যাক সিটি মেয়র আমির গালিব, ষ্টেট রিপ্রেজেন্টেটিভ ইব্রাহিম আয়াস, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান খলিল রাফায়ী, কাউন্সিলম্যান মোহাম্মদ আলসোমারি, কাউন্সিলম্যান অ্যাডাম আলবারমাকি, কাউন্সিলওমেন আমানডা জ্যাককোভস্কি, অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলেন ইকনা মিশিগান চ্যাপ্টারের সভাপতি ফাসহাদ মালিক, আল ফালাহ মসজিদের সভাপতি কোরবান চৌধুরী, আইসিএনডির নির্বাহী পরিচালক আতাউর খান, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী জিবরিল আমিন, ইমাম হাফিজ উদ্দিন, ইমাম আব্দুল লতিফ আজম সহ আরো বেশ কয়েকজন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, স্কুল বোর্ডের সদস্য, ইমাম, শিক্ষাবিদ, সেচ্ছাসেবী এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্তিত ছিলেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |