আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৬
এম, এ কাশেম, ‘বিডি দিনকাল’ চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় গত কয়েক দিন রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি যখন ভালোর দিকে যাচ্ছিলো তখন রাজনৈতিক দলীয় একটি স্বার্থান্বেষী মহল বিশেষ’র অঙ্গ ুলী নির্দেশে পর পর হামলা চালিয়ে অন্তত: ৮/১০ জন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে মারাত্মক ভাবে আহত করেছে। আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থেকে কাতরাচ্ছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুব- ই গুরুতর: বলে দলীয় সূত্র জানিয়েছে। ঈদের পর থেকে এ পর্যন্ত মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতি পক্ষ রাজনৈতিক দলীয় সন্ত্রাসীদের হামলায় বিএনপি’র যে সব নেতা-কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মেম্বার, ডাঃ জাহিদ, ৫নং ওসমানপুর ইউনিয়ন মৎস্যজীবি দলের সদস্য মোঃ নুরুল আলম , মীরসরাই পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপি কর্মী মোঃ বাবলু, ৭নং কাটাছড়া ইউনিয়ন যুবদল কর্মী মোঃ সরোয়ার হোসেন রিপন ও নাজিমউদ্দিন। এ ছাড়া, আবুতোরাব বাজার এলাকায় হামলা চালিয়ে ৪/৫জনকে ও আহত করা হয়েছে।। সর্বশেষ নিজ বাংলোতে ধারালো অস্ত্রাঘাতে মারাত্মক আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে মৃত্যুর সাথে লড়ছে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক,ও বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের আওয়ামী দলীয় সাবেক চেয়ারম্যান জাহিদ ইকবাল চৌধুরী। বলতে গেলে মীরসরাই উপজেলার কোথাও এখন আর নিরাপদ নয় কেউ। যেখানে নিজ দলীয় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রাঘাতে মারাত্মক আহত হতে হয় দলীয় একজন নেতা এবং একজন ইউপি চেয়ারম্যান সেখানে অন্যান্য রাজনৈতিক দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এমন প্রশ্ন দল-মত নীর্বিশেষে সকল শ্রেণী ও পেশার মানুষের।
প্রতিটি অপরাধকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি ও উঠছে সর্ব মহল থেকে। অনেকেই মনে করছেন, প্রত্যেকটি অপরাধের বিচার যদি না হয় তা হলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে অপরাধ প্রবনতা আরো বহুলাংশে বাড়িয়ে দিবে।এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে স্থানীয় জনপ্রতিনিধিরা কারো পক্ষাবলম্বন না করে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে নিরপেক্ষ বিচারক হিসেবে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে যেতে হবে। এবং প্রশাসন ও সম্পূর্ণ নিরপেক্ষ থেকে কঠোর হস্তে সন্ত্রাস দমন না করলে প্রতিবাদী জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। সমাজ- এলাকাযয় শান্তি বিরাজ করুক এবং সকলের নিরাপত্তা নিশ্চিত হোক্ সেটা অবশ্যই চাইবে সবাই। কোনো ধরণের রাজনৈতিক অস্থিরতা কখনো কারো কাম্য নয় এবং হতে পারে ও না।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |