আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৩৯
এম, এ কাশেম চট্টগ্রাম ঃ উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে পূর্ব শত্রæতার জেরে লাগিয়ে দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে ৯কক্ষ বিশিষ্ট একটি বসতঘর। গতকাল রবিবার (২০ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লুদ্ধাখালী এলাকার আব্দুর রশিদ মেস্ত্রী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শিদের কাছ থেকে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় অধিবাসীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে নগদ ২ লক্ষ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলো, মৃত শামছুল হকের পুত্র মোঃ ইউসুফ, মোঃ মোশাররফ হোসেন, মোঃ নবী ও আছমা বেগম। ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজন সালমান হাসান জানান, ঘরের পিছনের দক্ষিণ দিক থেকে আগুনের সূত্রপাত: ঘটে। যখন আগুন লাগে বাহির তখন থেকে দরজা বন্ধছিলো। তারা অনেক চিৎকার করার পর ও কেউ দরজা খুলে দেয়নি। পরবর্তীতে তারা দরজা ভেঙ্গে বাহির হয়। সালমান আরও বলেন, আমার ফুফা মৃত শামছুল হকের পুত্রদের সাথে উনাদের বাড়ির মাহমুদুল হকের ৩ পুত্র আরিফ, আমানুল করিম এর সাথে পারিবারিক দ্বন্ধ চলে আসছিলো। এটা নিয়ে গত দু’দিন আগে তারা হুমকি ও দিয়ে বলেছিলো, পুত্রদের কাউকে না পেলে ঘরে আগুন লাগিয়ে দেওা হবে। এমন কি তারা যখন দরজা ভেঙ্গে বাহির হয় তখন দেখা যায় তারা সবাই ঘরের সামনে বসে আছে। মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, গ্রামীণ সড়কের মুখে গেইটবার থাকার কারণে আমরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। স্থানীয় ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, খবর পেয়ে আমি দ্রæত ঘটনাস্থলে ছুটে গিয়েছি। পরিকল্পিত ভাবে বসত:ঘরে আগুন দেয়া হয়েছে। যখন ঘরে আগুন লাগে তখন বাহির দিয়ে দরজা বন্ধ ছিলো। এর আগে ও লোকজন নিয়ে তাদের ঘেরা ও করে রেখেছিলো তারা। তখন আমার অনুরোধে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে স্থানীয় জোরারগঞ্জ থানার এস,আই সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |