আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৪
এম, এ কাশেম :- উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার কৃতি সন্তান, বর্তমানে পর্যটন নগরী কক্স বাজারের টেকনাফ উপজেলা মহস্য অধিদপ্তরে দায়িত্বরত: মহস্য কর্মকর্তা, সাবেক ছাত্রনেতা, তুখোড় বক্তা, সদালাপী-মিষ্টভাষী এবং ভাষার কারিগর সহ বহু গুণে গুনান্বিত ব্যাক্তি হিসেবে দল-মত নির্বীশেষে প্রায় সকলের প্রিয় এবং বলতে গেলে প্রায় সবার-ই আপনজন খ্যাত মোহাম্মদ দেলোয়ার হোসেনের শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে তার কর্মস্থল পর্যটন নগরী কক্স বাজারের টেকনাফ উপজেলা মহস্য অধিদপ্তরের আঙিনায়।
উক্ত মহস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন আনন্দচিত্তে জানান, আমার অজান্তে-ই সহ-কর্মীরা আমার জন্মদিন পালনের আযোজন করে আমাকে কৃতজ্ঞতার পাশে আাবদ্ধ করে নিয়েছে। যাহা আমি কোনো ভুলতে পারবো না।
তিনি দেলোযার) নিজ এলাকা উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ছাত্র থাকাকালিন এবং ছাত্র নের্তৃত্বে থাকাবস্থায় যে ভাবে দল-মত নির্বীশেষে সবার কাছে প্রিয় ভাজন ছিলেন ঠিক্ তেমনি ভাবে সরকারি চাকুরে (মহস্য কর্মকর্তা) গিয়ে ও সবার মন জয় করে নিতে পেরেছেন তিনি তার যোগ্যতার গুণে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |