আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নার্সরা ডাক্তারের ভুমিকায় অবতীর্ন হয়ে অপচিকিৎসা করার মাধ্যমে একটি শিশুর মৃত্যু ঘটানোয় হাসপাতালের সামনে স্বজন সহ সাধারণ মানুষের বিক্ষোভ। সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে এখানে ডাক্তার উপস্থিত না থাকলে ও ডাক্তারের কাজ করে সাধারণ নার্সরা! আর ডাক্তারের কাজ নার্সরা করতে গিয়ে অনাকাঙ্খিত অনেক ঘটনার জন্ম দিয়েছে কয়েকবার। বর্তমানে মস্তান নগর হাসপাতালে কর্তব্যরত: কোনো কোনো ডাক্তাররা নামে মাত্র ডাক্তার কিন্তু, কর্মকান্ড চালায় সন্ত্রাসী কায়দায়। হাসপাতালে আগন্তুক রোগীরা তাদের (ডাক্তার নামক ওই সব ব্যাক্তি-বিশেষের) সন্ত্রাসী কায়দায় কাছে এবং কু’রুচিপূর্ন ভাষা-ব্যবহারের কাছে একেবারেই জিম্মি বলে ভূক্তভোগী একাধিকজন জানান্। অভিযোগে প্রকাশ: মস্তান নগর হাসপাতালটি সম্পূর্ন সরকারি হওয়ায় অনেকেই ভালো পাশ করা ডাক্তারের ভালো চিকিৎসা পেয়ে রোগ ব্যাধি থেকে সুস্থ্য হবেন বলে মনে বড় আশা নিয়ে হজাসপাতালে আসলে ও কিন্তু তারা তা থেকে পুরোপুরি বঞ্চিত হতে হয়। কারন, অনেক সময় ডাক্তাররা থাকেন অনপুস্থিত। ডাক্তাররা অনপুস্থিত থাকলে কি হবে-তাদের কাজ চালিয়ে নিয়ে সরকারি খাতায় উপস্থিতি দেখিয়ে মাস শেষে তাদের কে সরকারি ভাবে প্রদেয় বেতনের পুরো টাকা-ই উত্তোলনের সুযোগ সৃষ্টি করে দিয়ে যাচ্ছে। আর এতে তারা ও টুইপাইস কামাতে কামাতে আঙ্গুল পুলে কলাগাছ (লাখোপতি-কোটিপতি) বনে যাওয়ার সামিলে পরিনত হচ্ছে। একজন পাশ করা ডাক্তারের চিকিৎসায় যে কোনো রোগী পুরোপুরি সুস্থ্য না হোক্ কিন্তু অপ চিকিৎসায় আরো বেশী অসুস্থ্য হয়ে যাওয়া এমন কি মৃত্যু বরণ করতে পারেনা এ কথা বিশ্বাষ্য। অথচ, উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালটিতে ডাক্তারের অনপুস্থিতির সুযোগে বা সংশ্লিষ্ট দায়িত্ববান ব্যাক্তির অনুমোদনক্রমে সাধারণ নার্সরা ডাক্তারের ভূমিকায় অবতীর্ন হতে গিয়ে এবং ডাক্তারী চিকিৎসা করতে গিয়ে অনেক অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিয়েছে কয়েকবার। এ বিষয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হলে ও কিন্তু কোনো এক অদৃশ্য ইশারায় সবাই পার পেয়ে বহাল তবিয়তেই রয়েছে মস্তান নগর সরকারি এ হাসপাতালটি। অতিতের কথা বাদ দিলে ও আজ ২০ ডিসেম্ভর (সোমবার) উক্ত মস্তান নগর সরকারি হাসপাতালটিতে সংশ্লিষ্ট ডাক্তারের অনপুস্থিতির সুবাদে একজন সাধারণ নার্স একটি শিশু কে ভুল চিকিৎসার মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিলে মৃত শিশুটির আত্মীয়-স্বজনরা হাসপাতালটির সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় আশ পাশের লোকজন ছাড়া ও সেখানে উপস্থিত অন্যান্য নারী-পুরুষরা ও তাদের সাথে যোগ দেন্।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |