আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৫৬
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অভাবের তাড়নায় চিরকুট লিখে মোঃ আমির ইমরান বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত ইমরানের বুকের ওপর স্কচটেপ দিয়ে একটি চিরকুট আটকানো ছিলো। উক্ত চিরকুটে লেখা ছিলো, ‘আমার মা ফাতেমা ও জুনাই, আমার কলিজা। আল্লাহ দয়া করো ওদের। আমার আমানত তোমার হাতে রেখে গেলাম।’ ঘটনায় অনেক কে বলতে শোনা যাচ্ছে, মীরসরাইয়ের টাকা ওয়ালা যারা রয়েছে তারা ওই সব গুলো দেখেনা! তবে, কেউ কেউ নির্বাচন ঘনিয়ে আসলে স্বার্থ সিদ্ধির জন্য ওই সব পরিবারের খোঁজে হুমড়ি খেয়ে পড়ে! ওই কালচার বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এখন দেখা যাবে- এমন কোনো ধর্নাঢ্য ব্যাক্তি আছেন কিনা, যাদের মধ্যে কেউ ওই হতভাগ্য পিতার আদরের কলিজার টুকরো গুলো কে দেখার ভার নিতে আগ্রহ দেখান কি না? উল্লেখ্য, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভাবের তাড়না ব্যাপক থেকে ব্যাপকতর ভাবে দেখা দিয়েছে। অনেক পরিবারের কর্তাব্যক্তিরা লোক লজ্জায় কাউকে বলতে ও পারছেন না! আবার সইতে ও পারছেন না। ফলে, বউ, ছেলে-মেয়ে নিয়ে অনেকেই হিমশীম খাচ্ছেন। এমনোতর: অবস্থায় সরকারি, বে-সরকারি ভাবে অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এমনকি কোনো সামাজিক সংগঠন গুলোর পক্ষ অভাবগ্রস্থ পরিবারের মাঝে কোনো ধরনের সাহায্য সামগ্রী প্রদত্ত হচ্ছে এমন কোনো খবর ও পাওয়া যাচ্ছে না! এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব পর্যন্ত আত্মহননকারী ব্যাক্তি সম্পর্কে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে, চেষ্টা চলছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |