আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩০
এম, এ কাশেম চট্টগ্রাম: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেপজা অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কন্সট্রাকশন লিমিটেডের এর বিরুদ্ধে মানববন্ধন করেছে কয়েকটি উপ-ঠিকাদারী প্রতিষ্ঠান। গতকাল সকালে উক্ত শিল্পনগরের শেখ হাসিনা স্বরণীতে মানববন্ধনে এমবি এসাসিয়েটস, মামুন এন্টারপ্রাইজ, ডিপি এন্টারপ্রাাইজ (জেবি) এর ব্যানারে শতাধিক ব্যক্তি অংশ নেন। এমবি এসাসিয়েটসের ব্যবসায়িক অংশীদার মিহির কান্তি নাথ স্থানীয় সাংবাদিকদের জানান, বেপজা অর্থনৈতিক অঞ্চলে মাটি ভরাট কাজে নিয়োজিত মূল ঠিকাদার ওয়াহিদ কন্সট্রাকশনের সাথে উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে ২০২০ সালের ২৯ ডিসেম্বর চুক্তি করে এমবি এসাসিয়েটস, মামুন এন্টারপ্রাইজ, ডিপি এন্টার প্রাইজ (জেবি)। পরে ২০২১ সালের ৭ জুলাই ও ২৪ অক্টোবর আরো দু’টি স¤পূরক চুক্তি সম্পাদন করা হয়। চুক্তির আলোকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে উপ-ঠিকাদার হিসেবে মাটি ভরাট করে আসছিলো এম.বি-এম.ই-ডিপি এন্টাপ্রাইজ। কিন্তু কোনো প্রকার কারণ ছাড়াই আমাদের গত ৩ মার্চ চুক্তি বাতিলের চিঠি দেয় ওয়াহিদ কন্সট্রাকশন। ৩০ এপ্রিল চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো। এতে করে আমাদের বিনিয়োগকৃত প্রায় ১৫ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে বেপজার প্রকল্প পরিচালক ও জোরারগঞ্জ থানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি। এমবি এসাসিয়েটস, মামুন এন্টারপ্রাইজ, ডিপি এন্টার প্রাইজ (জেবি) আরেক ব্যবসায়িক অংশিদার এবিএম শাব্বির আহম্মদ বলেন, বকেয়া টাকা পাওয়ার বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ওয়াহিদ কন্সট্রাকশনের লোকজন আমাদের প্রাণনাশের হুমকি দেয়। ওয়াহিদ কন্সট্রাকশন সময় মতো বিল না দেয়ায় কাজে কিছুটা বিঘœ হয়েছে। কিন্তু এই অজুহাতে মেয়াদ শেষ হওয়ার আগেই তারা চুক্তি বাতিল করতে পারে না। গত বছরের ১ মে প্রথম বিল দাখিল করা হলেও তারা অর্থ ছাড়ে পরের বছর ২৫ মার্চ। এভাবে প্রত্যেকবার তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে বিল দিতে বিলম্ব করে। বকেয়া টাকা পরিশোধের দাবীতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মীরসরাইয়ের এম,পি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের হস্তক্ষেপ কামনা করেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |