আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৫
এম, এ কাশেম, চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে তাসলিমা আক্তার লিমা (২১) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়া গৃহবধূ তাসলিমা আক্তার লিমা মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন অলিনগর গ্রামের মফিজুর রহমান বাড়ির সামছু উদ্দিনের কন্যা বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। গৃহবধূ নিখোঁজের ঘটনায় গতকাল (বুধবার ১৮ মে) তার মা জেছমিন আক্তার বাদী হয়ে স্থানীয় জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ (নং-৭০৫) দায়ের করেছেন। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে. বিগত ৪ বছর পূর্বে মীরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর নাহেরপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র শাহাদাত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাসলিমা আক্তার লিমা। সে গত ১৪ মে বিকাল ৪ টার সময় বাবার বাড়ি করেরহাটে বেড়াতে যায় সে। সেখান থেকে গত মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টার সময় ডাক্তার দেখাবে বলে বের হয়ে সেই থেকে নিখোঁজ রয়েছে। তার উচ্চতা ৫ ফুট, গায়ের রং শ্যামলা, চুল কালো, মুখমন্ডল হালকা গোলাকার, পরনে প্রিন্টের গোলকামিজ, মাথায় মিষ্টি রংয়ের ওড়না, কালো বোরকা পরিহিত ছিলো বলে তার মা’ সাংবাদিকদের জানিয়েছেন। নিখোঁজ গৃহবধূর সন্ধান পেলে উল্লেখিত নাম্বারে (০১৮১৩-৭১১৮৯৩, ০১৮৯০-৮৯৮১২৪, ০১৮৮১-৮৫০৮৩০ যোগাযোগ করার জন্য বিনিত অনুরোধ জানিয়েছে তার মা’ ও পরিবারের অন্যন্যরা। জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ সরোয়ার নিখোঁজ গৃহবধূ তাসলিমা আক্তার লিমার মা জেছমিন আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ (নং-৭০৫) দায়ের করার বিষয়ে নিশ্চিত করেছেন।
মীরসরাইয়ের ১৬টি ইউনিয়ন বিএনপি ‘র কমিটি গঠন প্রক্রিয়া হঠাৎ থেমে গেলো! কারন কি ?
নিজস্ব প্রতিবেদক ‘বিডি দিনকাল’: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি’র নতুন দায়িত্ব প্রাপ্ত আহবায়ক শাহিদুল ইসলাম চৌধূরী ও সদস্য সচিব গাজি নিজাম উদ্দিন সমন্বয়ে ১৬টি ইউনিয়ন কমিটি গঠনের প্রক্রিকায় মাত্র ২টি ইউনিয়ন (২নং হিঙ্গুলী ও ৩নং জোরারগঞ্জ) এর কমিটি গঠন করে বিতর্কের জালে আঁটকে গেলেন বলে মনে করছেন অনেকেই! আর সে নীরিখে বাকী ইউনিয়ন’র কমিটি গুলো ও ঝুলে থাকতে দেখা যাচ্ছে বলে দলের একাধিকজন মনে করছেন।
না হয় তাদের উপর অর্পিত দায়েত্বের ৩মাসের মধ্যে প্রায় ৩মাস-ই চলে যাওয়ার কাছাকাছি সময় অবস্থানে রয়েছে। অথচ, এখনো কমিটি গুলোই করা হয়ে উঠেনি !
তবে, ইতিমধ্যে যে ২টি ইউনিয়ন (২নং হিঙ্গুলী ও ৩নং জোরারগঞ্জ) এর কমিটি গঠন করেছেন উক্ত আহবায়ক কমিটি তাতে জুনিয়র-সিনিয়র এর কোনো বাদ-বিচার না থাকায় অনেকে-ই মনোক্ষুন্ন। আর যার কারনে কেউ কেউ উক্ত কমিটিতে দায়িত্ব পাওযার পর ক্ষুব্দতার বহি:প্রকাশ ঘটাতে আহবায়ক ও সদস্য সচিব বরাবরে পদত্যাগ পত্র ও দিতে এগুচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
অন্য আরো ক’জন সে তালিকায় থাকলে ও আপাত:দৃষ্টিতে ২নং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপি’র নব গঠিত আহবায়ক কমিটির এক যুগ্ম আহবায়কের কাছ থেকে ওই রকম কিছুর আভাষ পাওয়া গেলো।
আর এ নিয়ে একটি প্রতিবেদন তৈরী করার কাজে মনোনিবেশে রয়েছি আমরা। ক্ষুব্দ-বিক্ষুব্দদের সাথে আলাপ করে সময় সাপেক্ষ সে প্রতিবেদন নিয়ে আসতে পারবো বলে আশা রাখছি।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |