আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
এম, এ কাশেম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মোঃ ইফতেখার মাহমুদ জিপসন ছাত্র জীবন থেকেই বিএনপি’র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ছাত্র জীবনে বিএনপি’র ছাত্র সংগঠন ছাত্রদলের বারইয়ারহাট কলেজ শাখা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন্। এর পর নিজ এলাকা মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন্।। এর ও পর ২নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক নির্বাচিত হন্। এবং মীরসরাই উপজেলা ছাত্রদলের অন্যতম: সদস্য হয়ে ছাত্র রাজনীতিতে বিশেষ ভূমিকা/অবদান রাখার সুবাদে নের্তৃত্বের ধারাবাহিকতায় পরবর্তীতে তিনি একাধারে ২নং হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব ও পালন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক’র দায়িত্বে থেকে দলের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন। কেবল মাত্র বিএনপি’র রাজনীতি করতে গিয়ে তিনি এ পর্যন্ত বিশ এর ও অধিক মামলার বোঝা বহন করে যাচ্ছেন। তিনি কয়েকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ ও করতে হয়েছে। একটি মিথ্য মামলার আসামী হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ১বছর ২মাস কারাবরণ করে জামিনে বের হয়ে আসার পর ও তিনি থেমে থাকছেন না। অবিরাম ছুটে চলেছেন মীরসরাই উপজেলার এ প্রান্ত থেকে সে প্রান্তে। সাধারণ নেতা-কর্মীদের সাথে হ্রদ্যত্বপূর্ন আলাপ-আলোচনায় নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছেন। শুধুমাত্র বিএনপি’র রাজনীতি করার অপরাধে তিনি হামলা-মামলা, অত্যাচার-নির্যাতনের শিকার হওয়ার পর ও যখন বিন্দুমাত্র বিএনপি’র রাজনীতি থেকে তাকে নড়িয়ে-ছড়িয়ে দিতে পারেনি কোনো অপ-শক্তি তখন তার ওপর নেমে আসে নানাবিধ: হুমকি-ধামকির ষ্ট্রিমরোলার। তা ছাড়া সে বিএনপি’র রাজনীতি করে এই অপরাধে তার পরিবারের অপরাপর সদস্যদের ওপর ও চলে নানাবিধ: রাজনৈতিক নির্গহ। এক আলাপচারিতায় উক্ত ছাত্র ও যুবদল নেতা ইফতেখার মাহমুদ জিপসন ‘বাংলাদেশ দিনকাল” (বিডি দিনকাল) কে বলেন, যতো-ই বাধা-বিপত্তি এবং হুমকি-ধামকির ঝড় বইয়ে যাক্ বিএনপি’র রাজনীতি থেকে কেউ বিন্দুমাত্র ও বিচ্যুত করতে পারবেনা ইনশাল্লাহ্। এর কারন, উল্লেখ করে ‘জিপসন’ বলেন, ‘শহীদ জিয়া’ আদর্শের রক্ত যতোদিন প্রবাহিত থাকবে নিজ শরিরে ততোদিন বিএনপি’র পতাকা বহন করে যাবো। অত্যাসন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রক্রিয়াধিন গঠিতব্য কমিটিতে দায়িত্বে আসা সম্পর্কে আপনার মতামত কি ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে অতিতে যেমন কাজ করেছি বর্তমানে ও থেমে নেই। এর মূল্যায়ন করতে গিয়ে যদি দলের দায়িত্ববান নের্তৃবৃন্দ আমাকে নের্তৃত্বে আসার অনুপ্রেরণা যোগায় তাহলে অবশ্য-ই সে রকম আশা পোষন করবো। দল নিবেদিতরা-ই আগামীর নের্তৃত্বে আসার সুযোগ পাবে সেটা তৃণমূল পর্যায়ের সাধারণ নেতা-কর্মীরা ও মনে করেন।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |